প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ এলাহি মিয়া’র মৃত্যুতে মৃণাল চৌধুরী লিটনের শোক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২২ শোক সংবাদঃ প্রবীন ব্যক্তিত্ব বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের বার বার নির্বাচিত ও ১০নং পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাবেক সভাপতি, বিশিষ্ট শালিস কারক সমাজসেবক বহু প্রতিষ্ঠানের সফল উদ্দোক্তা, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ হুমায়ুন কবির সাহেবের পিতা বর্ষিয়ান রাজনীতিবিদ ৭১- রণাঙ্গনের শতবর্ষী বীর মুক্তিযোদ্ধা মোঃ এলাহি মিয়া মেম্বার গতরাত ১১.৩০ মিনিট সময়ে ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। । মরহুম মোঃ এলাহি মিয়া মেম্বার সাহেব ছিলেন বিজয়নগর উপজেলার একজন প্রবীণ রাজনীতিবিদ। মাসদেড়েক পূর্বে উনার সহধর্মিণী পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। । উনার মৃত্যুতে বিজয়নগর উপজেলার অপূরনীয় ক্ষতি হয়েছে যা কোনদিন পূরণ হওয়ার নয়। মৃত্যুর সময় বর্তমানে ০৬ ছেলে ও ০৪ কন্যা সহ অনেক নাতি নাতনী গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। দুই ছেলে পূর্বেই মারা গেছেন। উনার বয়স ছিল ১১৫ বছর। বর্ষীয়ান রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোঃ এলাহি মিয়া মেম্বার সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ।জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি সাবেক ছাত্রনেতা মৃণাল চৌধুরী লিটন Related posts:জেলা প্রশাসক সামনে জাতীয় সংগীত পারলেন না শিক্ষক বেতন স্থগিতআজ বিপ্লবী নির্মলকুমার সেনের প্রয়ান দিবস৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ী আটক! Post Views: ১২৬ SHARES জাতীয় বিষয়: