চান্দুরা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সন্মেলন অনুস্টিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২২ বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ৮ নং ও ৯নং ওয়ার্ডের সম্মেলন সাতগাঁও ও রামপুর বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খান জাহান খান,,,,,, সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক এনামুল কবীর সুমন প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহজ সভাপতি আলো মামুন প্রধান বক্তা হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকছাত্রনেতা মৃণাল চৌধুরী লিটন বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সোহেল চান্দুরা ইউ পি চেয়ারম্যান্ এমন শামীউল হক চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডলি রানী দাস উপজেলা আওয়ামীলীগ নেতা অশোক রায় চৌধুরী ও মো মোজাম্মেল উক্ত সন্মেলন বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম মতি সাধারন সম্পাদক মতো শামসুজ্জান ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মতো মাসুক আব্দুল জলিল নুরুল ইসলাম প্রমুখ সম্মেলনে নেতার বলেন তৃনমুল থেকে দল কে সুসংগঠিত করলেই উপজেলা জেলায় দল শক্তি শালী হবেগ্রামে-গঞ্জে, ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা তাদের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আওয়ামী লীগ যেসব কর্মসূচি নিয়েছে, সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে Related posts:বাবুনগরী-সাজিদুরদের মাদ্রাসাগুলোর আয়-ব্যয় সম্পর্কেও অনুসন্ধান জরুরিব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোনের বাড়িতে ভাইয়ের আত্মহত্যারিমালের প্রভাব বিপৎসীমার ওপরে দক্ষিণের সব নদীর পানি Post Views: ১৮৬ SHARES জাতীয় বিষয়: