নাপা ট্রাজেডির মুলহোতা আটক

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলোচিত নাপা ট্রাজেডির রিউমার ছড়িয়ে দুই শিশুকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে পরিকল্পিত হত্যার ঘটনার মুলহোতা এস আলম এগ্রো রাইস মিলের সর্দার সোফাই মিয়াকে আটক করেছেন পুলিশ।
সোমবার বিকেলে রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন সোফা মিয়া।
পরে গতকাল সোমবার রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকার টঙ্গীর আবদুল্লাহপুর এলাকা থেকে পুলিশ হাতে আটক দুই শিশু হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড সোফা মিয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো.আনিসুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ সফিউল্লাহ ওরফে সোফাই মিয়াকে গ্রেফতারের জন্য দীর্ঘ ১১ দিন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। তিনি ঘনঘন স্থান পরিবর্তন করছিল। পরে আজ বিকেলে আশুগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর টঙ্গী এলাকার আব্দুল্লাহপুর থেকে সৈয়দপুর যাওয়ার প্রস্তুতিকালে তাঁকে আটক করতে সক্ষম হন পুলিশ।

পুলিশ সুপার আরো বলেন, টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে বাসে করে সোফা মিয়া সৈয়দপুর যাওয়ার পর সেখান থেকে ভারত পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে রিউমার ছড়িয়ে পড়েন সারাদেশে। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামেন স্বাস্থ্য অধিদপ্তরসহ প্রশাসন।
পরে শিশুটির মায়ের জবানবন্দিতে বেড়িয়ে আসে ঘটনার আসল রহস্য। প্রকৃতভাবে নাপা সিরাপ খেয়ে শিশু দুইটির মৃত্যু হয়নি। মিষ্টি সাথে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে দুইটি শিশুকে হত্যা করা হয়। আটককৃত এই সোফাই মিয়া নামের ব্যক্তিটির সঙ্গে দুই শিশুর মায়ের পরকীয়ার জেরে নিহত শিশুর দুইটির মায়ের পরকীয়া প্রেমিক সোফাই মিয়ার পরিকল্পনা অনুযায়ী নিজ সন্তানদের হত্যা করেন শিশু দুটির মা