সত্যেন সেনের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি
বিজয়নগর
নিউজ
“মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান,
মানুষের কাছে ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ।”
গানের এমনতরো কথাই লিখতেন, সত্যেন সেন। উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা। কথাসাহিত্যিক, সাংবাদিক, ইতিহাস রচয়িতা এবং রাজনীতিবিদ। মুন্সিগঞ্জে নিজ বাড়িতেই গৃহশিক্ষকের কাছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করার পর তিনি ক্লাস সিক্সে স্কুলে ভর্তি হন। কলেজে পড়ার সময়ই তিনি জড়িয়ে পড়েন বৃটিশ বিরোধী আন্দোলনে। কারাবরণ করেন কয়েকবার। কারাগার থেকে পরীক্ষা দিয়ে তিনি বাংলা সাহিত্যে এম,এ ডিগ্রি অর্জন করেন। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে সচেতন করা সম্ভব, এমন বিশ্বাস থেকেই ১৯৬৯ সালে তিনি, রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ আরও ক’জন মিলে গঠন করেন সাংস্কৃতিক সংগঠন উদীচী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর সময় সত্যেন সেন গুরুতর অসুস্থ অবস্থায় মুন্সিগঞ্জে ছিলেন। অসুস্থ অবস্থায়ই তিনি অন্যান্য সঙ্গে সহযোদ্ধাদের সহায়তায় ভারতে যান। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি, বিভিন্ন আশ্রয় শিবিরে ঘুরে ঘুরে যুদ্ধের নানা তথ্য সংগ্রহ করেন। সে সব তথ্য নিয়েই বের হয় “প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ” গ্রন্থটি। তাঁর লেখা গ্রন্থের সংখ্যা ৪২ টি। পেয়েছেন একুশে পদক (মরণোত্তর), বাংলা একাডেমি পুরস্কার এবং আদমজী সাহিত্য পুরস্কার। ১৯০৭ সালের ২৮ মার্চ মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন সত্যেন সেন। জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
ছবিঃ নিচে ডানের স্কেচটি প্রথিতযশা শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা।