লন্ডনের মাটিতে বাংলায় লেখা হল রেলস্টেশনের নাম

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাকে আগেই পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কো। এবার লন্ডনের মাটিতে বাংলায় লেখা হল রেলস্টেশনের নাম। ইংরাজীর পাশে জ্বল জ্বল করতে থাকা বাংলা নামটি দেখে গর্বে বুক ফুলে উঠেছে বাঙালির। পূর্ব লন্ডনের ব‍্যস্ততম এই মেট্রো। স্টেশনের নাম বাংলায় লেখার ব‍্যাপারটি বাংলা ভাষায় মুকুটে একটি অলিখিত মুকুট যোগ করল বলে মনে করেছেন অনেকে। পূর্ব লন্ডনের ব‍্যস্ততম মেট্রো রেলস্টেশন হোয়াইট চ‍্যাপেল। আর এই স্টেশনের নামই লেখা হয়েছে বাংলায়।
দিব‍্যি গোটা গোটা অক্ষরে জ্বল জ্বল করছে সেই নাম। স্টেশনের প্রবেশ পথে বাংলায় লেখা রয়েছে হোয়াইট চ‍্যাপল স্টেশনে আপনাকে স্বাগত। সেই সঙ্গে স্টেশনটির একাধিক প্রবেশদ্বারে ও বাংলাতে লেখা হয়েছে নাম। আর এই ব‍্যাপার দেখে আনন্দে আত্মহারা সে শহরের প্রবাসী বাঙালিরা