আশুগঞ্জে নাপা সিরাপ পান করে দুই সহোদরের মৃত্যু বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ পান করে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ উঠার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে ও সিভিল সার্জন কার্যালয় থেকে ৩সদস্য বিশিষ্ট পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।এতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিনকে প্রধান করে গঠিত ওই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন।অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহাকে প্রধান করে তিন সদস্যের পৃথক আরেকটি পরিদর্শন কমিটি করা হয়েছে।এদিকে দুই শিশুর মৃত্যুর শুক্রবার রাত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সকল ফার্মেসিতে সাময়িক সময়ের জন্য নাপা সিরাপ বিক্রি বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আজকে শনিবার থেকেই তারা তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ঔষধ খেয়ে ইয়াছিন খান (০৭) ও মোরসালিন খান (০৫) নামে দুই শিশুর মৃত্যুর হয় Related posts:দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিচাউল বিতরনে অনিয়ম :বিজয়নগর উপজেলার একজন সহ তিন মেম্বার বরখাস্তমুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।। Post Views: ১৪৬ SHARES জাতীয় বিষয়: