মুক্তিযুদ্ধের মতো ভারত করোনায়ও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: ভারতীয় হাইকমিশনার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, করোনার মহামারিতেও ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।সোমবার (০৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের উপহার হিসেবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়,, এসময় ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে করোনা মহামারির সময়ও অক্সিজেন সরবরাহ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। স্বাস্থ্য খাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে। Related posts:২ মে থেকে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা যাবে ৬ লাখ পরিবারেঅবশেষে আবুল ফায়েজ কারাগারেজেনারেল বাজওয়ার ভুল বয়ান ও পাকিস্তানিদের ক্ষমা চাওয়া Post Views: ৯৪ SHARES আন্তর্জাতিক বিষয়: