মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলা হবে,ইউ,এন,ও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ বিজয়নগর ( ব্রাক্ষনবাড়িয়া) সংবাদদাতাঃ বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন পরিসদ এর উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চের স্মৃতি চারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,ইরফান উদ্দিন আহমেদ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষনে এই বাংলাদেশ সৃস্টি হয়েছে। এই দেশ এখন বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং জয় বাংলাকে জাতীয় শ্লোগান করা হয়েছে এবং মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে।জাতির জনকের সোনার বাংলায় কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।১ নং বুধন্তি ইউনিয়নকে মাদক মুক্ত করে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা, ওসি মির্জা মোহাম্মদ হাসান, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,ইঞ্জিনিয়ার আবেদ মিয়া,সহকারী অধ্যাপক পন্কজ কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,ইন্সট্রাক্টর রাজেশ পাল,আই,সি রঞ্জন কুমার ঘোষ, অলি মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কায়জার চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম কদু,শান্ত, শাহিন মোল্লা প্রমুখ। Related posts:নাড়ী নির্যাতন মামলায় ওসি সালাউদ্দীন কারাগারেআজ মোকতাদির চৌধুরী এমপি সুস্ততার জন্য প্রার্থনা সভা আয়োজনরাবেয়া রসীদের মৃত্যুতে মোক্তাদির চৌধুরীর শোক Post Views: ১১৯ SHARES আন্তর্জাতিক বিষয়: