রাঙামাটিতে র‍্যাব’র অভিযানে ২৪ কেজিসহ আটক-২

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

রাঙামাটিতে র‍্যাব’র অভিযানে ২৪ কেজিসহ আটক-২

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে র‍্যাব-৭’র অভিযানে শহরের ভেদভেদি থেকে ২৪ কেজি’র বেশি গাজাসহ মাদকের ২ ডিলারকে আটক করেছে। শনিবার আটক দু’ মাদক ডিলার কৃষ্ণ চাকমা(২৮) ও রেনু চাকমা (২৮)কে রাত ৮ টায় রাঙামাটি কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটক দু’জনের একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব’র ডি এডি মো. কফিল উদ্দিন’র নেতৃত্বে একটি অভিযানিক টীম রাঙামাটি শহরের ভেদভেদি বটতলা বাজারে ঝটিকা অভিযান চালিয়ে শনিবার ২৪ কেজি ২ শ গ্রাম গাঁজাসহ ২ জন মাদকের ডিলারকে আটক করতে সক্ষম হয়। আটক ২জনকে শনিবার রাত ৮টায় থানায় সোপর্দ করা হয়। আটক কৃষ্ণ চাকমা ভেদাভেদি বটতলা বাজারের উড়ুক্কু চাকমা’র ছেলে ও রেনু চাকমা বরকল উপজেলার ভুষণছড়ার দেবেন্দ্র চাকমা’র ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আটক রেণু চাকমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে র‍্যাব সূত্র। মাদক দ্রব্য আটকের সময় ৩টি মুঠোফোনও জব্দ করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মুহাম্মদ ইলিয়াস
০৫-০৩-২০২২/রাঙামাটি-০১৭৩৯৩৫৪১৬১