৪৮ বছর পর বিজয়নগরে শহিদ মিনার নির্মান কাজের উদ্ভোধন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ বিজয়নগর (ব্রাক্ষনবাড়িয়া) সংবাদদাতা ঃ বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল প্রতিষ্টার ৪৮ বছর পর নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেট্রোসেম সিমেন্ট কোম্পানি এর অর্থায়নে শহিদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার বিকালে নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক এস,এম টিপু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মা, মেট্রোসেম গ্রোপের হেড অব ব্রান্ড হুমায়ন মোর্শেদ খান,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,হরষপুর ইউনিয়ন চেয়ারম্যান সারুয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া,প্রধান শিক্ষক মো,আবদুর নুর,সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,নাসির মেম্বার প্রমুখ। উল্লেক্ষ প্রতিবছর এই প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরা কলাগাছ, বাশ,বেত দিয়ে শহিদ মিনার নির্মান করে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানিয়ে আসছিল এই খবর স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে মেট্রোসেম গ্রোপের নজরে পরলে তাদের নিজেস্ব অর্থায়নে এই শহিদ মিনার নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।, Related posts:শোক ঢেকে যায় আত্মপ্রচারে রফিকুল ইসলাম রনিবিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ইতিহাসের এ-ই দিনে১০ই মার্চ১৯৭১ Post Views: ১৪৬ SHARES আন্তর্জাতিক বিষয়: