বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক সার্চ কমিটি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২ প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্যবিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি।শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিকদের নিয়ে এ বৈঠক শুরু হয়। এতে ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন।বৈঠকে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি মনসুরুল হক, চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। Related posts:বিজয়নগরে ব্যবসায়ী মনসুর আলীর উদ্যোগে ৮০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাফিউদ্দিন আহমদ প্রয়ান দিবসকাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শেখ মোঃ আখতারুল ইসলাম ইন্তেকাল Post Views: ১৬০ SHARES আন্তর্জাতিক বিষয়: