পাইকপাড়া জরুউদ্দিনের বাড়ী হতেন বিপুল পরিমান ফেনসিডিল সহ গিয়াসউদ্দীন আটক

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে জানে আলমের বাড়ী হইতে তিন শতাধিক ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসানের দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আলম মিয়ার বাড়ী হইতে তিন শতাধিক ফেন্সিডিল জব্দ করা হয় এসময় অভিযান টিমে ছিলেন এসআই ইউনুস এস আই শরিফুল ইসলাম এএসআই গোলাম জিলানী এসআই সাইদুল হকঅভিযান পরিচালনা কালে জানে আলম মিয়ার বউ পালিয়ে যাই একসময় ভারতীয় ফেন্সিডিল বোতল এর সাথেপাইক পাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র গিয়াস উদ্দিন (৪৫)কে আটক করা হয় গিয়াস উদ্দিন জানান এই মালামাল গুলি পাইক কারা গ্রামের জানে আলম ঝাড়ুউদ্দিন বাড়ি আলম মিয়া ও আলমের বোন জামাই আনু মিয়া মালিক এছাড়াও জালালপুর মির্জাপুর গ্রামের কয়েকজনের নামের কথা বলেন এদিকে পাইক পাড়া গ্রাম হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করায় এলাকাবাসী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এলাকায় আরো মাদক ব্যবসায়ী রয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এছাড়াও জালালপুর গ্রামের মোরগ ব্যবসায়ী যার নামের আদ্যক্ষর (আ) সহ সহযোগিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন