ব্রাহ্মণবাড়িয়ার নিহত শান্ত সহ ১১ ছাত্রলীগ নেতার দ্বাদশ মৃত্যুবার্ষিকী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২ শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাসহ ১২ জনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ১১ ছাত্রলীগ নেতার স্মরনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।নিহত ১১ ছাত্রলীগ নেতাকে স্মরণীয় করে রাখতে তাদের স্মরণে মোকতাদির চৌধুরী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, ১১ ছাত্রলীগ নেতার স্মরণে শুক্রবার সকালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে Related posts:মাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষকবিজয়নগরে গৃহহীনদের বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও আরাফাতঈদের দিন বাড়ি ফেরা হলো না একটি পরিবারের Post Views: ২৪০ SHARES Uncategorized বিষয়: