এড তৈমুর রেজা শাহজাদ এ-র মাতার মৃর্তুতে মৃণাল চৌধুরী লিটনের শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সিনিয়র সদশ্য ও সাপ্তাহিক তিতাস বানী ও বিজয়নগর নিউজ এ-র আইন উপদেষ্টা জাতীয় সমাজতান্তিক দল জেএসসি ডি জেলা শাখার সাধারন সম্পাদক এড তৈমুর রেজা মো শাহ জাদ ভুইয়া এ-র মাতা পিয়ারা বেগম এ-র মৃর্তুতে সাপ্তাহিক তিতাস বানী পএিকার সম্পাদক মৃণাল চৌধুরী লিটন একটা বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এ-র শোকাহত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান Related posts:বিজয়নগরে বীর নিবাস হস্তান্তর৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধশাল্লার হিন্দুপল্লিতে হামলা: মূল হোতা শহীদুল গ্রেফতার Post Views: ১৯৪ SHARES জাতীয় বিষয়: