ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বাড়ছে সংক্রমণ, একদিনে ৪০জনের করোনা শনাক্ত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য জানা গেছে। এই রিপোর্টে আরও জানা যায়, সুস্থ হয়েছে ৩০জন।এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২হাজার ৫৫৯জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ১১হাজার ৭৩৬জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১৮১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।শুক্রবার (২১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।শুক্রবারের সিভিল সার্জন ফেসবুক পেইজের তথ্যমতে জেলায় ১৫৬ জনের রিপোর্টের মধ্যে নতুন ৪০ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ২১জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ৮ জন, আখাউড়া উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০৬জন। Related posts:উন্নয়ন এবং অগ্রযাত্রার নৌকা মার্কাকে বিজয়ী করুন মৃণাল চৌধুরী লিটন১৭ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পর্শ হয়ে অটোরিকশা চালকের মৃত্যু Post Views: ১৬২ SHARES আন্তর্জাতিক বিষয়: