বিজয়নগরে এশিয়ান টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২ নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এশিয়ান টেলিভিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ ইং পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইরফান উদ্দিন আহাম্মেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের বিজয়নগর প্রতিনিধি মোঃ সারুয়ার হাজারী পলাশ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ আব্দুল জলিল। উপস্থিত বক্তব্য রাখেন, দৈনিক ফ্রন্ট ইয়ারের সম্পাদক আব্দুর রহমান খান ওমর, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভ’ঞাঁ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, বিজয়নগর থানার অফিার ইনচার্জের প্রতিনিধি এসআই মেহেদি হাসান,সদর ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইছাক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোঃ দুলাল, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমূখ। প্রত্যেকই বক্তৃতায় এশিয়ান টিভির আরো সফলতা কামনা করেন। এ সময় প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিকবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Related posts:ঘাতকরা বঙ্গবন্ধু হত্যা করতে চাইনি,চেয়েছে তার আদর্শকে হত্যা করতে : মোকতাদির চৌধুরী এমপি।বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির নির্দেশযুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোকতাদির চৌধুরীর ৮ বছরের প্রচেষ্টায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ছায়েরা Post Views: ১৭২ SHARES আন্তর্জাতিক বিষয়: