আব্দুর রাজ্জাক ফকির তৃতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ায় মৃণাল চৌধুরী লিটনের অভিনন্দন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের সফল সভাপতি বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নেতা আব্দুর রাজ্জাক ফকির ।এদিকে আব্দুর রাজ্জাক রোগীর ফকির তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় ক্রাশ প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি ও সাপ্তাহিক তিতাস বানী পত্রিকার সম্পাদক সাবেক ছাত্রনেতা মৃণাল চৌধুরী লিটন অভিনন্দন ও শুভেচ্ছা জানান অভিনন্দন বার্তায় তিনি আরো বলেন

রাজ্জাক ফকির সর্বদা সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়ান, ঠিক তেমনই তাকে দেখা যায় তরুনদের খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রেখে সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। তারই ধারাবাহিকতায় পরপর তৃতীয়বার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি।

সমাজের সকল সচেতন জনগোষ্ঠী তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।