বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাবেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ছাত্র জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।এ সময় বক্তারা, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এর আগে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। Related posts:করোনাভাইরাস: শিল্প মন্ত্রণালয়ে নাকচ হলো বিড়ি-সিগারেট বিক্রি বন্ধের প্রস্তাবদেশের উন্নয়নে আওয়ামী লীগ যেসব কর্মসূচি নিয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে হবেকরোনায় রেকর্ড ৯৬ জনের মৃত্যু Post Views: ৭৬ SHARES আন্তর্জাতিক বিষয়: