পিতা হাজী মোহাম্মদ জজ মিয়ার মৃত্যুতে মৃণাল চৌধুরীর শোক প্রকাশ

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

বিজয় নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সির পিতা হাজী মোহাম্মদ জজ মিয়া । আজ সকাল আনুমানিক ৭ টা৪৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।ইন্না-লিল্লাহ-ওয়া-ইন্না-লিল্লাহ-রাজিউন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও সাপ্তাহিক তিতাস বাণী পএিকার সম্পাদক মৃণাল চৌধুরী লিটন গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন
হাজী মোহাম্মদ জজ মিয়া খদুরাইল গ্রামের মরহুম মালু মুন্সী সাহেব এ-র পুএ