কাল ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার প্রস্তুতি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নিবার্চন উপলক্ষে ব্রিফিং প্যারেড” আগামীকাল বুধবার(০৫জানুয়ারি)৫ম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় ০৮টি ইউনিয়নসহ সর্বমোট ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদেনিবার্চন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ ইউনিয়ন পরিষদনিবার্চন উপলক্ষে আজ মঙ্গলবার(০৪জানুয়ারি) সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ লাইন্স,ব্রাহ্মণবাড়িয়া মাঠে ও আশুগঞ্জ উপজেলা মাঠে নিবার্চনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠের ব্রিফিং প্যারেড প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান,পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জ উপজেলা মাঠের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)। ব্রিফিং প্যারেডে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা নিবার্চন কর্মকতার্, জনাব আব্দুল্লাহ আলহাদী, জেলা আনসার কমান্ড্যান্ট,ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া, জনাবমোঃ আবু মাহ্রূফ মোঃ শাহ্নূর, পিপিএম—সেবা,সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল,ব্রাহ্মণবাড়িয়া, জনাব নাহিদ হাসান, কসবা সার্কেল,ব্রাহ্মণবাড়িয়া, অফিসার ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও আশুগঞ্জ থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার্ ও কর্মচারীবৃন্দ। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান তার বক্তব্যে,“আগামীকাল ০৫জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেন। ভোট গ্রহন শতভাগ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলকবক্তব্য প্রদান করেন। ভোটকেন্দ্রের অভ্যন্তরে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে ভোটকেন্দ্রে ভোটারগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করতে পারে তার নিশ্চয়তা বিধান করতে হবে। ভোট প্রদান শেষে কেউ অহেতুক ভোটকেন্দ্রে অবস্থান করতে পারবে না।ভোটকেন্দ্রে/ভোটকক্ষে অনুমোদিত ব্যক্তি/ভোটার ব্যতিত কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না। নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার কতৃর্ক ইস্যুকৃত আইডিকার্ড/অনুমতিপত্র ব্যতিত কাউকে ভোটকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রে ও ভোটকেন্দ্রের আশেপাশে নির্বাচন আচরণবিধি যথাযথভাবে বলবৎ করতে হবে। কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে প্রিজাইডিং অফিসরের জ্ঞাতসারে এনে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। নির্বাচন বানচাল কিংবা বাঁধাগ্রস্থ করার প্রচেষ্টা হলে পূর্ণ পেশাদারিত্বে মোকাবেলা করে সংশিষ্টব্যক্তিবর্গকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এ সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহন সুষ্ঠ করতে যা যা করনীয় তাই করতে হবে। অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কারো গাফলতির কারনে অবাধ ভোট গ্রহন বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অবাধ ও সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষে জেলা পুলিশের সকল সদস্য অঙ্গীকারবদ্ধ”। উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে, নিবার্চন চলাকালে আইন—শৃঙ্খলা রক্ষার্থে নিবার্চনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগের আহবান জানান। নিবার্চনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সাথে পেশাদার আচরণের নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ ইউনিয়ন পরিষদ নিবার্চনে সর্বমোট ১৭৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিবার্চন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ভোট কেন্দ্রসহ ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা এলাকায় আইন—শৃঙ্খলা রক্ষার্থে ০৩স্তরের কঠোর নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। উক্ত নিরাপত্তা পরিকল্পনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ভোটার ২৩০৬৩৫ জন মোট ভোট কেন্দ্র ১০৫টি মধ্যে গুরুত্বপূর্ণ ৬১টি, সাধারণ ৪৪টি, ১০টি মোবাইল টিম, ১০টি স্ট্রাইকিং টিম, ১০টি স্পেশাল মোবাইল টিম,০২টি নৌ টহল এবং আশুগঞ্জ উপজেলায় ০৮টি ইউনিয়নে মোট ভোটার ১৩২৯৭০ জন মোট ভোট কেন্দ্র ৭৪টি তন্মধ্যে গুরুত্বপূর্ণ ৪৬টি, সাধারণ ২৮টি, ০৮টি মোবাইল টিম, ০৮টি স্ট্রাইকিং টিম, ০৮টি স্পেশাল মোবাইল টিম, ০২টি নৌ টহলসহ অন্যান্য ডিউটিতে সর্বমোট ১০০৭ জন পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও উক্ত নিবার্চন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবেসম্পন্ন করার লক্ষ্যে ০৭ জন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ৬৭ জন র্যাব অফিসার ও ফোর্স, ১৬০ জন বিজিবি সদস্য, ব্যাটালিয়ন আনসার এবং ৩০৪৩ জন অঙ্গীভূত আনসার নিবার্চন ডিউটিতে নিয়োজিত করা হয়েছে। পরিশেষে ব্রিফিং প্যারেডের সকল সদস্যদের নিবার্চনীমালামাল সংগ্রহ করে যথাসময়ের মধ্যে ভোট কেন্দ্রসহ অন্যান্য সকল ডিউটিতে দ্রুত মোতায়নের নির্দেশনা দিয়ে ব্রিফিং প্যারেডের সমাপ্তি। Share this: Related posts:জামালপুরের সেই ডিসি ওএসডি হলেনআফজল খান ছিলেন কুমিল্লার রাজনীতির জাদুকরআজ স্বৈরাচার পতন দিবস। Post Views: ১৭৪ SHARES আন্তর্জাতিক বিষয়: