ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১ বিজয়নগর নিউজ। তিন দিনের সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর একটা চার মিনিটে দেশের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মত ও পথকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গত বুধবার (১৫ নভেম্বর) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দর থেকে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে যোগ যেন তিনি। আজ (শুক্রবার) সকালে রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেন। Related posts:ইউপি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসিএটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড, ২০২২'- আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে সম্মাননা গ্রহণ"।নাসিরনগরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Post Views: ১০৭ SHARES আন্তর্জাতিক বিষয়: