জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয়নগরে শপথ পাঠ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে বিজয়নগর উপজেলায় মুজিববর্ষের শপথ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেলে বিজয়নগর উপজেলা প্রসাশনের আয়োজনেস্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের শপথ পাঠ করান। বিজয় দিবসের দিনে দেশবাসীকে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের যে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী-নিচে তা দেওয়া হলো:“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না-দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন”। Related posts:পিতা থেকে কন্যা: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চমক জাগানো উত্থানের গল্পবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্র রাজনীতিবিজয়নগরে সাতগাও রুপসী বাংলা যুব স্পোটিং ক্লাবে জাতীয় শোক দিবস পালিত Post Views: ১৩১ SHARES আন্তর্জাতিক বিষয়: