বিজয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১২ ডিসেম্বর) রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এএইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক এসএম টিপু চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পরে আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত বক্তব্য ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া ৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। Related posts:আখাউড়া-আগরতলা রেলপথের কাজ মার্চে শেষ হবেমেয়র কামরানের মৃত্যুতে উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি শোক প্রকাশঅনিয়ম ও আত্মসাতের অভিযোগে বিষ্ণুপুরের চেয়ারম্যান জামাল উদ্দিন বরখাস্ত Post Views: ২৪৮ SHARES আন্তর্জাতিক বিষয়: