বিজয়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ নেতাকে বহিষ্কার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বহিষ্কৃত নেতারা হলেন, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীন বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া। এছাড়াও পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জসিম উদ্দিন চৌধুরী, চরইসলামপুরের মোহাম্মদ সানাউল্লাহ, পত্তনের সামছুল আলম, চম্পকনগরের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরের আকতার হোসেন, জিয়াউল হক বকুল এবং বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিনকে বহিষ্কার করা হয়। তারা সবাই নিজ নিজ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আগামী ২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে ভোট। এই ব্যাপারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বিজয়নগরের ১০ ইউনিয়নে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। Related posts:হেফাজতের তান্ডব:নেপথ্যের নায়ক মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবিতে বিজয়নগ...ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিতকসবায় ৩ট্রাক ভারতীয় গরু সহ ৬ চোরাকারবারী আটক Post Views: ১৭৯ SHARES জাতীয় বিষয়: