ব্রাহ্মণবাড়িয়ায় মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

বিজয়নগর নিউজ। জুমার নামাজ শুরুর আগে দরুদ শরিফ পাঠ করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের ভাদুঘর এলাকার খাদেমপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), মুক্তিযুদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম(৪০)। 

এর মধ্যে দেলোয়ার হোসেন লিটন ও সালাউদ্দিন রকিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত দেলোয়ার হোসেন লিটন বলেন, মুসল্লি সোহেল হেফাজেত ইসলামের অনুসারী। নামাজ শুরুর আগে ইমাম দরুদ শরিফ পাঠ করতে চাইলে সোহেল বাধা দেন। তখন ইমাম বলেন, দরুদ শরিফ পাঠ করলে সওয়াব হবে। না পড়লেও কিছু হবে না। কিন্তু সোহেল ইমামের ব্যাখ্যা আমলে নেয়নি। এরপর লোকজন নিয়ে তার ওপর হামলা করেন বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে খাদেমপাড়া জামে মসজিদে জুমার নামাজ শুরুর আগে ইমাম দরুদ শরিফ পাঠ করতে চাইলে মুসল্লি সোহেল বাধা দেন। এ সময় আরেক মুসল্লি দেলোয়ার হোসেন লিটন বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য মুসল্লিরা তাদের সঙ্গে যোগ দিলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন।