সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ বিজয়নগর নিউজ। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। Related posts:ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ১৩নং ইউনিয়ন পরিষদের ভোট গ্রহনভূমিমন্ত্রীর এ্যাকশন : কক্সবাজারের ৩০ ভূমি কর্মকর্তাকে একযোগে বদলিএকজন প্রতীতি দেবীর প্রস্থান এবং আমাদের নিস্পৃহতা Post Views: ১১১ SHARES Uncategorized বিষয়: