বিজয় নগরে গাজা সহ আসামী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২০ কেজি গাঁজাসহ মোঃ মুসা মিয়া-(৩৯) নামে এক র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩০নভেম্বর)রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজয়নগর উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী-বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মাদ্রসা এলাকার মৃত সাবেদ আলীর ছেলে মোঃ মুসা মিয়া ও একেই ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের মো: নুরু মিয়া ছেলে মো: জসিম মিয়া(৩৮) পলাতক। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:আজ ক্ষুদিরাম বসুর জন্মদিনবিজয়নগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৭ জন আটকসাংবাদিক হেবজু মিয়াকে মৃনাল চৌধুরী লিটনের অভিনন্দন Post Views: ১৭৫ SHARES আইন-আদালত বিষয়: