আজ ভূপেষ চৌধুরীর ১১তম প্রয়ান দিবস বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১ আজ বিজয়নগর উপজেলার মির্জাপুর চৌধুরী বাড়ীর ভূপেষ চৌধুরী কানু চৌধুরী ১১তম প্রয়ান দিবস ২০১০সালের এ-ই দিন তিনি না ফেরার দেশে চলে গেছেন ভূপেষ চৌধুরী জীবদ্দশায় বিজয়নগর উপজেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থান নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এছাড়াও মির্জাপুরে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন এছাড়াও তিনি দউদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন এবং মির্জাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করতে অপরিসীম ভূমিকা পালন করেন Related posts:বিজয়নগরে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন সম্মেলন ২০২০ ইং অনুষ্ঠিত:সভাপতি মৃণাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পা...ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সম্মীলনে মোকতাদির চৌধুরী এমপিএড তৈমুর রেজা শাহজাদ এ-র মাতার মৃর্তুতে মৃণাল চৌধুরী লিটনের শোক প্রকাশ Post Views: ১২৫ SHARES জাতীয় বিষয়: