বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন পত্র বাতিল বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ৪র্থ দফার ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৩৮টি মনোনয়নপত্র দাখিলের মধ্যে। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৭৫ জনের মধ্যে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৫৬ জনের মধ্যে ৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭ জনের মধ্যে ৩ জন মনোনয়নপত্র যাচাই বাছাই বাতিল করা হয়েছে। বৃহঃপতিবার (২৫ নভেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন ৫৩৮ জন তার মধ্যে আজ ২৯ নভেম্বর সোমবার দিনব্যাপী যাচাই বাছাই শেষে হরষপুর ইউনিয়নের মোঃ কবিরুল নজরুল ও চান্দুরা ইউনিয়নের মেজবাহ উদ্দিন টিপু চৌধুরী এই দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন পত্র বিভিন্ন সমস্যার জন্য বাতিল করা হয়েছে। যাচাই বাছাই শেষে পত্তন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ ওয়াছেক মিয়া একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। উল্লেখ্য বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর ব্যালট এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। Related posts:বিজয়নগরে লুৎফর রহমান ফাউন্ডেশনের মানবিক সাহায্য কার্যক্রম শুরু করলেন নাসিমা মুকাই আলীবিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, দাবি ওবায়দুল কাদেরেরব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন ঃভোটকেন্দ্র দখল হবার আশঙ্কা খোদ জেলা আওয়ামী লীগ। Post Views: ২৬৯ SHARES আইন-আদালত বিষয়: