কামরুল ইসলামসহ আ’লীগের নতুন প্রেসিডিয়াম সদস্যদের মোকতাদির চৌধুরীর অভিনন্দন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তাঁদেরকে এ অভিনন্দন জানান।উল্লেখ্য, আজ শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নতুন করে তিনজনকে যুক্ত করা হয়। তারা হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এর আগে ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন ১৭ জন। তারা হলেন- সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক। Related posts:সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীহেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেফতারব্রাহ্মণবাড়িয়া জেলার ৫শ ৭৯ মন্ডপে শারদীয় দূর্গাপূজা শুরু Post Views: ১৮০ SHARES জাতীয় বিষয়: