উবায়দুল মোকতাদির চৌধুরীএম পি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ‘আজীবন সদস্য

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ‘আজীবন সদস্য সনদ’ তুলে দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদে তার কার্যালয়ে বুধবার(১৭ই নভেম্বর,২০২১খ্রি.) প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের নেতৃত্বে কার্য নির্বাহী পরিষদের সদস্যরা তার হাতে এই সনদ তুলে দেন। এসময় তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রেস ক্লাবের উন্নয়ন কাজে তার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। মোক্তাদির চৌধুরী ২০২০ সালের ৩১শে আগষ্ট থেকে ক্লাবের আজীবন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত আছেন। ২০২০-২২ মেয়াদে নির্বাচিত ক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ আজীবন সদস্যদের প্রত্যেককে ‘আজীবন সদস্য সনদ’ প্রদানের উদ্যোগ গ্রহন করে। পাশাপাশি ক্লাবের আজীবন সদস্য সংখ্যা বাড়ানোরও পদক্ষেপ নেয়।