ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভাগিনার ছুরিকাঘাতে আপন মামা মাহমুদ মিয়া (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বুধবার (১৭ নভেম্বর) দুপুরের ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। নিহত মাহমুদ মিয়া সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকার কালা মিয়ার পুত্র। ঘটনার পর ভাগিনা আলমগীর মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়,সরাইল উপজেলার সদরের সৈয়দটুলা দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও তার ভাই আনোয়ার এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক কলহ নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। দুই ভাগিনার ঝগড়ার খবর পেয়ে তাদের মামা মাহমুদ মিয়া ঝগড়া থামাতে বাড়িতে যান। এসময় ভাগিনার বাড়ীতে এসে দুই ভাগ্নের উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। এক পর্যায়ে আলমগীর নামে এক ভাগ্নে উত্তেজিত হয়ে মামা মাহমুদকে ছুরিকাঘাত করে বসেন। পরে গুরুতর আহত অবস্থায় মাহমুদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংঙ্কা জনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করে। পরে রাত ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে মাহমুদের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় ভাগিনা আলমগীরকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের ভাই মহাম্মদ আলী বাদী হয়ে ঘাতক আলমগীরকে প্রধান আসামী করে রাতেই সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার দুপুরে পুলিশের পক্ষ থেকে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। Related posts:ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে বৃক্ষ রোপণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিতবিজয়নগর উপজেলার মুকুটহীন সম্রাট কুতুবউদ্দিন চৌধুরী সেলিম আর নেইপ্রেসক্লাব বিজয়নগরের কমিটি গঠনে কমিশনার নিয়োগ Post Views: ২৪০ SHARES Uncategorized বিষয়: