প্রাণ ফিরে পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ প্রাণ ফিরে পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। চলতি বছরের ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। শনিবার (১৩ নভেম্বর) দীর্ঘ সাড়ে ৭মাস পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার শেষে পুনরায় উদ্বোধন করা হয়েছে। দুপুর ১টার দিকে স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস পুনরায় যাত্রাবিরতির মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সংস্কার কাজ শেষে পুনরায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দুপুর ১টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের স্বাগত জানান এমপি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,কেন্দ্রীয় যুবলীগ নেতা আল আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মনির হোসেন। রেলওয়ে সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তান্ডবের ঘটনায় রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়।ধ্বংসস্তুপে পরিণত স্টেশনটিতে পরদিন থেকে সব ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। এর কয়েকমাস পর যাত্রীদের দাবির মুখে একটি আন্তঃনগর ট্রেন ও ৪টি লোকাল ট্রেন যাত্রাবিরতি চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সিগন্যাল ও কন্ট্রোল রুমের সংস্কার না হওয়ায় এত দিন চালু করা যায়নি, অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে সকল প্রকার সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিক ভাবে আজ থেকে পুনরায় পূর্বে যাত্রাবিরতি দেওয়া ট্রেন গুলো দাঁড়াচ্ছে। দীর্ঘ সাড়ে ৭ মাস পর আবারো কর্মমুখর হয়ে উঠেছে স্টেশনটি Related posts:দেশের উন্নয়নে আওয়ামী লীগ যেসব কর্মসূচি নিয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে হবেপটিয়ায় আওয়ামী লীগের ১৪ নেতাকে বহিষ্কারের সুপারিশ২৭ নভেম্বর ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও পলু দিবস Post Views: ১১৬ SHARES আন্তর্জাতিক বিষয়: