লজ্জায় বিষপান করা মেম্বার প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ বিজয়নগর নিউজ।। নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেয়ায় ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থীর কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালানো মো. মিলন চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মধ্যে দিয়ে প্রতিপক্ষ মোরগ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনকে ১৪০ ভোটে পরাজিত করে ৫৮০ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান উপজেলার উত্তর ও দক্ষিণ জয়নগর ইউনিয়ন এর রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান।সদ্য বিজয়ী ইউপি সদস্য মো. মিলন চৌধুরী বলেন, আজকের এই বিজয় এলাকাবাসীর ভালোবাসার প্রকাশ। তাদের ভালোবাসায় আজ তারা আমায় তাদের একজন করে নিয়েছেন। প্রতিপক্ষ প্রার্থীরা আমায় নির্বাচন থেকে সরানোর জন্য নানা পরিকল্পনা করেছেন। কিন্তু এলাকাবাসীর ভালোবাসায় তাদের সব পরিকল্পনাকে পিছনে ফেলে জয় এসেছে। আমি আগামী দিনগুলো এলাকাবাসীর পাশে থেকে সুখে দুঃখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।উল্লেখ, সোমবার (৮ নভেম্বর) বিকেলে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার ৯ নং ওয়ার্ডের সদ্য জয়লাভ করা মো. মিলন চৌধুরীর বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এতে ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজ ঘরে কিটনাশক পান করেন তিনি। Related posts:শাহিদ মিয়ার মৃত্যুতে মুক্তাদির চৌধুরী এম পি র শোক প্রকাশবিজয়নগরে ১০টাকার জন্য খুনপ্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোকতাদির চৌধুরী Post Views: ২৩৫ SHARES Uncategorized বিষয়: