ইউ,এ,ই আজ মেয়র আতিকুল ইসলাম সংবর্ধনা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ আজ ঢাকা উত্তরের সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম সাহেব কে সংবর্ধনা দেওয়ার আয়েজন করা হয়েছে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউ,এ,ই সকল নেতৃবৃন্দ।উক্তসংবর্ধনা অনুষ্ঠানের অরগানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিজয়নগর উপজেলার কৃতি সন্তান ।মোঃ জহিরুল ইসলাম(সাংগঠনিক সম্পাদক)গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউ,এ,ই।সংবর্ধনা অনুষ্ঠানের স্পনসর হিসেবে আছে জহিরুল ইসলাম কোম্পানি।AL DALO REPAIR AND MAINTENANCE OF SHIPS LLC(www.aldalo.ae) তিনি উক্ত অনুষ্ঠান সফল করতেসিনিয়র নেতৃবৃন্দের সহায়তায় কামনা করেন হয়েছে। Related posts:বিজয়নগর থানা ওসি) মির্জা মোহাম্মদ হাছান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষনাকুয়েতে বিজয়নগরের কৃতি সন্তান ডিবিসি টেলিভিশন এর প্রতিনিধি নিয়োগবিএনপি ছাত্রদল কি আবারও পুরনো লাইনেই যেতে চায়? Post Views: ১৪৫ SHARES আন্তর্জাতিক বিষয়: