বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১ বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য আবু তাহের সহ ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার চর ইসলামপুর ইউপির গঙ্গানগর গ্রামের আবু তাহের (৬৫), তুফাজ্জল(৫০),সাব্বির (৩৫),ডালিম (৪৫), আশিক (৯) সেলিম (৪২), হাবিবুল্লাহ (৮০) প্রমুখ। গত বৃহষ্পতিবার সকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে গোলাম মৌলার নেতৃত্বে এক দল লোক দেশীয় অস্র নিয়ে হামলা চালালে সাবেক মেম্বার সহ ৭ জন আহত হয়।আহতদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। গুরুতর আহত আবু তাহের মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে বিজয়নগর থানায় আবু তাহের বাদী হয়ে এজাহার জমাদেন। Related posts:শাল্লার হিন্দুপল্লিতে হামলা: মূল হোতা শহীদুল গ্রেফতারবিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলীকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনাএকটা ব্যর্থ বিপ্লবী অভিযানের কাহিনী : Post Views: ১৫৭ SHARES আইন-আদালত বিষয়: বিজয়নগরব্রাহ্মণবাড়িয়াহামলা