পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় পুকুরে পানিতে ডুবে আদিবা ইসলাম (২)ও আরিফা ইসলাম (২)নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তালশহর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশুর ওই গ্রামের আলী হোসেনের যমজ মেয়ে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে শিশু দুটির লাশ পানিতে ভেসে উঠে।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। Related posts:নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮সালের প্রশ্নে ২০২০ এ পরীক্ষা সাতজনকে অব্যাহতিউন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি আজীবন আপনাদের পাশে থাকব শামীম চৌধুরীমুকন্দপুর বিজয়ের মাধ্যমে আমাদের বিজয় সূচিত হয় মোকতাদির চৌধুরী এমপি Post Views: ১৪১ SHARES জাতীয় বিষয়: