প্রাণতোষ চৌধুরী” আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১ আশির দশকের দাপুটে চিত্রগ্রাহক, যার ক্যামেরার লেন্সে বন্দি হয়েছিল এই জেলার ইতিহাস ও ঐতিহ্যের দুর্লভ চিত্রকর্ম। তিতাস জনপদে শিল্প-সংস্কৃতি অঙ্গন যার পদচারণায় মুখরিত ছিল।ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ির ট্রাষ্টি। , “প্রাণতোষ চৌধুরী” আর নেই। রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়াস্থ নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগকরে পরলোকগমন করেন।মৃত্যুকালে উনার বয়স হয়েছিল (৮৯) বছর। দাপুটে এই চিত্রশিল্পীর প্রয়াণে গভীর শোক শ্রদ্ধা ও বিদায়ী অভিবাদন জানাচ্ছি। স্বর্গলোকে ভাল থাকবেন সকলের প্রিয় প্রাণতোষ দা। প্রার্থনা করছি। Related posts:সাংবাদিক জিয়াদ সহ করোনাক্রান্ত সাংবাদিকদের রোগমুক্তি কামনায় প্রেসক্লাব বিজয়নগরের দোয়া মাহফিলরাজনীতি: কেজরিওয়াল ‘স্টাইল’সময় টিভির ইউটিউবে প্রচারিত খন্ডিত বক্তব্য ও সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী'র কিছু কথা Post Views: ১৩৩ SHARES আন্তর্জাতিক বিষয়: