ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে উন্নতমানের আধুনিক ধান কাটার যন্ত্র (হারভেস্টার) বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার আওতায় চলতি বছর প্রথম ধাপে ৪টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। আজ দুপুরে বিজয়নগর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি মো: জসিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন,সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কৃষি কর্মকর্তা এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন প্রতি ৭০ শতাংশ ভর্তুকিতে চলতি মৌসুমে বিজয়নগর উপজেলায় ৪ জন কৃষককে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। তিনি আরো জানান, এ হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।এছাড়া এ মেশিন দিয়ে এক একর জমির ধান/গম কাটতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। আর এতে জ্বালানি খরচ হয় মাত্র ৮-১০ লিটার ডিজেল। প্রতি একরে খরচ বাদে লাভ হয় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। এতে খরচ হয় বাঁচে ৬১ শতাংশ ও শ্রম বাঁচে ৭০ শতাংশ। এ হারভেস্টার দিয়ে দিনে প্রায় ৬-৭ একর জমির ধান কাঁটা যায়। এসিআই মটরস সারা দেশব্যাপী তার দক্ষ নেটওয়ার্ক ও লোকবলের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে। অত্যাধুনিক প্রযুক্তির এ কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে একদিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। Related posts:বাংলাকে সরকারী ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ১১ জন তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন আসামেবিজয়নগরে রাতের অন্ধকারে ২ দোকানে দুর্ধর্ষ চুরিবিজয়নগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুস্টিত Post Views: ৩৪০ SHARES জাতীয় বিষয়: এমপিকম্বাইন্ড হারভেস্টারকৃষকবিজয়নগরব্রাহ্মণবাড়িয়ার.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী