বনমালী ভৌমিক-এর পিতা প্রবীণ শিক্ষক বীরেন্দ্র বিহারী ভৌমিক-এর মৃত্যুতে শোক

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

বনমালী ভৌমিক-এর পিতা প্রবীণ শিক্ষক বীরেন্দ্র বিহারী ভৌমিক-এর মৃত্যুতে শোক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক,সাহিত্য সংস্কৃতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বনমালী ভৌমিক’র পিতা প্রবীণ শিক্ষক বীরেন্দ্র বিহারী ভৌমিক আর বেঁচে নেই । ২৭ অক্টোবর, শুক্রবার বিকাল ৪টায় তিনি বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি পাঁচ ছেলে, এক কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৪৬ সালে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মৌলভীবাজার গভঃ স্কুল থেকে প্রথম বিভাগ পেয়ে ম্যাট্রিক পাশ করেন। তিনি দীর্ঘ দিন শিক্ষকতার জীবন সফলতার সাথে পালন করেন। এলাকায় তিনি ভৌমিক স্যার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। বনমালী ভৌমিক তাঁর বড় ছেলে। উল্লেখ্য, বনমালী ভৌমিক ব্রাহ্মণবাড়িয়ার সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছিলেন।এদিকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুহৃদ বনমালী ভৌমিকের পিতার মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃণাল চৌধুরী লিটন এক বিবৃতিতে প্রবীণ শিক্ষক বীরেন্দ্র বিহারী ভৌমিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।