বিজয়নগরে তালগাছ রোপণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১ ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে তালগাছ রোপণবিজয়নগর ( ব্রাক্ষনবাড়িয়া) সংবাদদাতা ঃ বিজয়নগরে ইসলামপুর পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে ১ হাজার ব্জ্রপাত নিরুধক তালগাছ রোপন ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।আজ মন্গলবার সকালে ইসলামপুর বাজারে সংগঠনের সভাপতি এডভোকেট আখতার উন নবী আপনের সভাপতিত্বে ও ইজাজুর রহমান রাকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো,শাব্বির আহমেদ, ওসি রঞ্জন কুমার ঘুষ, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, তিতাস শিশু ও জেনারেল হাসপাতাল এর এম,ডি আশেদুল হক জিন্টু,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, মহিলা আওয়ামী লীগ সভাপতি নিলুফা ইয়াসমিন, রোপক উন নবী, উৎস মিয়া,বাজার কমিটির সাধারণ সম্পাদক কেসলু মিয়া, এড,মাসুদ মিয়া প্রমুখ।২ Related posts:বিজয়নগরের ইসলামপুর ও শশুই গ্রাম লকডাউন করে দিল স্থানীয়রাব্রাহ্মণবাড়িয়ায় জনচলাচলের স্থান ও রাস্তার পাশে ঘুড়ি উড়ানো নিষিদ্ধআমি জীবিত আছি, আমাকে হেল্প করুন Post Views: ১৭১ SHARES অর্থনৈতিক বিষয়: