বিচারহীনতা থেকে বেড়িয়ে না আসলে সাম্প্রদায়িক হামলা থেকে মুক্ত হবে না দেশ : বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক :বিজয়নগর উপজেলা ওয়ার্কস পার্টি দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় মসজিদ, মন্দির, গির্জা, মাজারসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় নারকীয় হামলার ঘটনার বিচারহীনতার জন্য সন্ত্রাসীরা বার বার হামলার সাহস পাচ্ছে বলে দাবী করেন বিজয়নগর উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। তিনি আরো বলেন,”এবছর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুঁজায় কুমিল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে পুঁজামন্ডপে আক্রমণ, প্রতিমা ভাংচুরের ঘটনা ছিল একটি সুপরিকল্পিত সুদুর প্রসারী সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ড। বিক্ষোভ সমাবেশের একাংশ স্বাধীনতা বিরোধীরা দেশ ও সরকারকে বেকায়দায় পেলে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিলের অপচেষ্টা লিপ্ত রয়েছে। এই সন্ত্রাসের পিছনে রয়েছে দক্ষিণ পন্থী মৌলবাদী রাজনীতির গভীর চক্রান্ত তার সাথে মিশে রয়েছে ক্ষমতার গোষ্ঠীগত দন্দ স্বার্থ। ক্ষমতাসীন দল এর দায় এড়াতে পারেনা। সাম্প্রদায়িক সন্ত্রাস চিরতরে দূর করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাধীনতা উত্তর কাল থেকে এপর্যন্ত যত সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে সংখ্যালঘুদের উপর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ করা হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে।পঞ্চম সংশোধনী ও অষ্টম সংশোধনীর পরিপুর্ন বাতিল সহ ‘৭২ এর সংবিধান পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত … Related posts:নাসিরনগরে সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন কামরুল সভাপতি রাশেদ সম্পাদকবিজয়নগরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনচিনির দাম আরও চড়া, আদা-রসুন-মরিচও দ্বিগুণ Post Views: ২৯২ SHARES আইন-আদালত বিষয়: ওয়ার্কার্স পার্টিদীপক চৌধুরী বাপ্পীবিজয়নগরসন্ত্রাসীসাম্প্রদায়িক