ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে স্কুলের জায়গা রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১ বিজয়নগর নিউজ ডেস্ক : বিজয়নগরে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।আজ শনিবার সকালে পাঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের প্রধান শিক্ষক মো:দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী। লিখিত বক্তব্যে জলিল আহমেদ বলেন, স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার আহমেদ স্কুলের জন্য এলাকাবাসীর সহায়তায়প্রায় ৫ বছর আগে ১০ শতক জমি ক্রয়। এসময় ৭ শতক স্কুলের নামে এবং ৩ শতক নিজ নামে দলিল করে নেন।পরে দীর্ঘদিন পর এলাকা বাসী জানতে পেরে তাকে চাপ প্রয়োগ করলে দলিল করে দেওয়ার তালবাহানা শুরু করে এবং এলাকাবাসী শালিশ করেন। এর ফাকে কয়েকদিন আগে তিনি এখানে ঘর নির্মান শুরু করলে এলাকায় একাধিক বার শালিশ হয় এবং উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর নালিশ করেন। এসময় জায়গা বিক্রেতা সহ এলাকা?র শতশত লোক উপস্তিত ছিলেন। Related posts:শারদীয় দূর্গাপূজার-বিজয়নগরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিতসবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’মাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষক Post Views: ২১৩ SHARES গণমাধ্যম বিষয়: বিজয়নগর উপজেলাব্রাহ্মণবাড়িয়া