কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আ’লীগ প্রার্থী হাক্কানী

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম হাক্কানী।  মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার বিকেল পর্যন্ত শুধুমাত্র গোলাম হাক্কানী একমাত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন। গোলাম হাক্কানী কসবা উপজেলা আওয়ামী লীগ ১নং যুগ্ম আহবায়ক।

মনোনয়ন জমাদানকালে সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভ’ইয়া বকুল, বর্তমান মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ,  উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক নাজমুল আলম খান বেদন, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক পলাশ সহ

কসবা পৌরসভার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার জিল্লুর রহমান জানান, পৌর নির্বাচনে পৌরসভার একজন মেয়র প্রার্থীই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি হলেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী গোলাম হাক্কানী। ১১অক্টোবর সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যদি গোলাম হাক্কানী মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে নির্বাচিত হবেন।

এছাড়া মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৫ জন। এরমধ্যে কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা পদে তিনটি ওয়ার্ডে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ৭ম ধামে দেশের ১০টি পৌর সভার তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এই ১০টি পৌর সভার মধ্যে একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমন্তবর্তী উপজেলার কসবা পৌরসভা। তফসিল ঘোষনার পর গত ছয় অক্টোবর পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ দলীয় সাত জন প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন  ফরম সংগ্রহ করেন। পরে গত সাত অক্টোবর দলীয়ভাবে মনোনীত হন এমজি হাক্কানী। ১১ অক্টোবর বাছাই হবে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে। ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৮ অক্টোবর প্রতিক বরাদ্ধগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে কসবা পৌরসভার নির্বাচন