আজ শহীদ জেহাদ দিবস বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১ সোমবার ১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস। ২আজ ১ বছর আগে ১৯৯০ সালের এ দিনে ছাত্রদল নেতা কে এম নাজির উদ্দিন জেহাদ স্বৈরাচার এরশাদ হঠানোর গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন। জেহাদ ১৯৬৯ সনের ৬ সেপ্টেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা মৃত কে এম মাহমুদ এবং মা বছিরুন্নেছার পরিবারে ১০ সন্তানের মধ্যে জেহাদ ৯ম সন্তান। ৯০ সনে সরকারি আকবর আলী কলেজে তিনি বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। সাংগঠনিক দক্ষতার কারণে তিনি কলেজ শাখার সভাপতি এবং উপজেলা শাখার সহ-সভাপতি হন। ৯০’র ১০ অক্টোবর বিএনপিসহ ৭ দলীয় জোট ঢাকার পল্টন ময়দানে এরশাদ পতন আন্দোলনের জন্য মহাসমাবেশের ডাক দেয়। জেহাদ উল্লাপাড়া থেকে ৬০ জন ছাত্র নিয়ে পল্টনে মহাসমাবেশ এবং সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। মহাসমাবেশ পন্ড করতে পুলিশ ওই দিন বেলা ৪টার দিকে লাঠিচার্জ করে এবং গুলি ছোঁড়ে। জেহাদ গুলি বিদ্ধ হলে ডাঃ মিলন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেবার পথে সে মারা যায়। পুলিশ তার লাশ ছিনিয়ে নেবার চেষ্টা করলেও ছাত্রদের তোপের মুখে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরদিন রাতে পুলিশ প্রহরায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। ১২ অক্টোবর সকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। Related posts:বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল এর উদ্ভোধনবাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি গঠনবিজয়নগরে বীর নিবাস হস্তান্তর Post Views: ১১৩ SHARES জাতীয় বিষয়: