ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে বৃক্ষ রোপণ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে । আজ মঙ্গলবার সকালে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল,প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,সাংবাদিক রুবেল প্রমুখ।পরে বিভিন্ন মাদ্রাসায় বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভাইস চেয়ারম্যান। এর আগে উপজেলা পরিষদ হল রুমে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল,সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন,উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদি,ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সসভাপতি মৃনাল চৌধুরী,প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ।