অতি অল্প সময়ে মানুষের মন জয় করে উজিরপুরকে শান্তি’র নগরীতে পরিনত করেছেন ওসি আলী আরর্শাদ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ বরিশাল সংবাদদাতা। অতি অল্প সময়ে মানুষের মন জয় করে উজিরপুরকে শান্তি’র নগরীতে পরিনত করেছেন ওসি আলী আরর্শাদ। বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় বসবাসকারী সাধারন মানুষ এখন বেশ নিরাপদে রয়েছেন বলে অভিমত দিয়েছেন। অতি ভদ্র ও বিনয়ী প্রকৃতির মানুষ হিসাবে পরিচিত লাভ করা উজিরপুর মডেল থানার ওসি আলী আরর্শাদ অল্প সময়ে তার দক্ষতার প্রমান দিয়ে উজিরপুর মডেল থানার সব শ্রেনী পেশার মানুষের মন জয় করেছেন। একই সাথে উজিরপুর মডেল থানায় আইন সৃংখলা পরিস্তিতির উন্নতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন একাধিক জনপ্রতিনিধিরা । হঠাত করে উজিরপুর মডেল থানায় আইন সৃংখলার চরম অবনতি ঘটায় বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হাসান ওসি আলী আরর্শদকে উজিরপুর মডেল থানায় নিযুক্ত করলে উজিরপুরের মানুষের সেবক হিসাবে তিনি দায়িত্ব তুলে নিয়ে অতি অল্প সময়ে সাধারন মানুষের প্রিয় ব্যক্তিত্বতে পরিনত হয়েছেন। থানায় সব শ্রেনী পেশার মানুষ ওসি আলী আরর্শদে’র আচারনে মুগ্ধ হয়েছেন অতি অল্প সময়ের মধ্যে তিনি উজিরপুরের জনগনের প্রত্যাশা পুরন করে উজিরপুর থানার বিভিন্ন এলাকায় মাদক প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং রোধ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিয়ে সাধারন মানুষের মাঝে বেশ প্রসংসিত হয়েছেন। তিনি থানায় যোগদানের পর দালালদের দৌরতœ্য কমেছে, সাধারন মানুষের সেবার মান বৃদ্ধি পেয়েছে। যে কোন মানুষ সরাসরি ওসি আলী আরর্শদ’র নিকট গিয়ে সমস্যার কথা বল্লে সাথে সাসেই সমাধানও পাচ্ছেন। এমনকি ছোটÑ খাটো অভিযোগগুলেকেও তিনি গুরুত্ব সহকারে ওসি নিজে গিয়ে ঘটনা স্থলে গিয়ে সরোজমিনে তদন্ত করে আইনগত সমাধন করেন। ওসি আলী আরর্শাদের দক্ষতায় উজিরপুর মডেল থানাটি এখন শান্ত নগরীতে পরিনত হয়েছে। তিনি চলতি বছরের ৬ জুলাই উজিরপুর মডেল থানায় যোগদান করেন মাত্র ৩ মাসের ব্যাবধানে এ থানায় তিনি বেশ সুনাম অর্জন করেছেন।ওসি আলী আরর্শাদ সাংবাদিকদের জানিয়েছেন তিনি মানুষের সেবা করতে তার সমার্থ্যর সবটুকু উজার করে দিবেন। কর্ম জীবনে তিনি ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানা সরাইল থানা সহ চট্টগ্রাম রেন্জে দায়িত্ব পালন করেছন Related posts:ঢাকার নির্বাচনে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে থাকবেস্বাধীন বাংলার পতাকা ডিজাইনার শিব নারায়ণ দাসতারুণ্যদীপ্ত ইউএনও কে.এম. ইয়াসির আরাফাত কে বিজয়নগরে পদায়ন Post Views: ২০৬ SHARES Uncategorized বিষয়: