সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের অভিষেকে মোকতাদির চৌধুরী এম পি.

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের অভিষেক ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি. সভাপতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও চেয়ারম্যান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ। উদ্ভোদন করেন কাজি রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিকে সপথ বাক্য পাঠ করেন অধ্যাপক মওলানা মুহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ শাহজাহান, সাবেক আন্তর্জাতিক বিচারক জাতিসংঘ। মুহাম্মদ মুহিবুল হোসেইন, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর ও সাবেক সচিব তথ্য কমিশন। লায়ন এম জাফর উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। ডা. শাহেনা আক্তার, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ড. মাসুম চৌধুরী, পরিচালক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী। অনুষ্ঠানে বৈষিয়ক মহামারী করোনাকালীন সময়ে মানবিক কর্ম সম্পাদনের স্বীকৃতি স্বরূপ ৯ টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।