বিজয়নগরে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি৩ ভাই গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এরশাদ ভূঁইয়া (৩২), হানিফ ভূঁইয়া (২৭) ও এলেন ভূঁইয়া (৪৫)।নামে আপন ৩ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর)ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে এই তিন ভাইকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিন ভাই হলেন— উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সেলিম ভূঁইয়ার ছেলে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন।

আজ বুধবার ভোর রাতে উপজেলার পত্তন গ্রামে অভিযান পরিচালনা করে ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এরশাদ ভূঁইয়া, ১ মামলার আসামি হানিফ ভূঁইয়া, ৩ মামলার আসামি এলেন ভূঁইয়াসহ আপন ৩ তিন ভাইকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তরা করা হয়। ওই তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের থানার মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মির্জা মোহাম্মদ হাছানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের জেলে পাঠানোর প্রস্তুতি চলছে।এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।