বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১ বিজয়নগর নিউজ।। আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস (২৩ সেপ্টেম্বর)। ১৯৩২ সালের এই দিনে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে শহীদ হন মাস্টারদা সূর্যসেনের এই বীর সহযোদ্ধা। পটিয়ার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা’র নির্দেশ পেয়ে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। অভিযান শেষে ফেরার সময় তার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে আরও একটি চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে এটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। ২০১৯-২০ অর্থবছরের অনুদানে চলচ্চিত্রটি নির্মিত হবে। পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবটি এখন ‘বীরকন্যা প্রীতিলতা জাদুঘর’ নামে পরিচিতি পেয়েছে। যদিও সেটি রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পর্যায়ের এক প্রকৌশলীর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্রিটিশরা ১৯৪৭ সালে চলে যাওয়ার পর পাকিস্তান সরকার সেমিপাকা ঘরটি রেলওয়ের কাছে হস্তান্তর করে। ২০১২ সালের সেপ্টেম্বরে ইউরোপিয়ান ক্লাবের সামনে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে ‘বীরকন্যা প্রীতিলতা ভাস্কর্য’ উন্মোচন করা হয়। কলকাতার ভাস্কর গৌতম পাল তাম্র দিয়ে প্রীতিলতার এই আবক্ষমূর্তি তৈরি করেন। পটিয়ার ধলঘাট গ্রামে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স। সুদৃশ্য কমপ্লেক্সের সামনে আছে বীরকন্যা প্রীতিলতার আবক্ষ ভাস্কর্য। সব কিছুর মূলে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট। এ ট্রাস্টের দাবির মুখে সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্স ভবন তৈরি করেছে। Related posts:আটকে পড়া বৈধ প্রবাসীরা আগষ্টের শুরু থেকে কুয়েতে প্রবেশ করতে পারবেআফজাল হোসেন নিসারের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপি’র শোকপ্রেম করে বিয়ে, দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা Post Views: ২১৩ SHARES আন্তর্জাতিক বিষয়: